Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

পুলিশের অভিযানে মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ১০৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ২৯ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

পুলিশের অভিযানে মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ১০৬

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ ১০৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানে ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক ও ১৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, তারা কোনো বৈধ নথি /ভিসা দেখাতে পারেননি। অভিযানে অবৈধ অভিবাসীরা সহযোগিতা করেছে এবং সেখানে কোনো হাতাহাতি হয়নি। আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬(৩) এবং ধারা ৬(১)(সি) সহ বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসি জুলকিফলি বলেন, জিওএফ সময়ে সময়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করার আহ্বান জানাই। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer