
ছবি: বহুমাত্রিক.কম
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ভূগর্ভস্থ কক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৬ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর (২০২৩) দেড় শতাধিক প্রতিনিধি-পর্যবেক্ষক এই কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করেন। অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল।
মনীষা ওয়াহিদকে সভাপতি, মাশরুখ জলিলকে সাধারণ সম্পাদক এবং শাহীনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করার মাধ্যমে দুটি সদস্যপদ শূন্য রেখে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। জেলা সংসদের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন--সহ সভাপতি: সন্ধ্যা রানী বারাইক, সহ সভাপতি: আসমা আক্তার, সহকারী সাধারণ সম্পাদক: মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ: সোহাগ কর্মকার, দপ্তর সম্পাদক: সাগর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক: জহির আহমেদ জনি, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শিপলু শর্মা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রান্তিক দীপম, সাংস্কৃতিক সম্পাদক নির্জন চন্দ্র রায় তীব্র, স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক মিশু চৌধুরী, ক্রীড়া সম্পাদক:ডোনা রানী দেব, সদস্য সুব্রত ঘোষ, সদস্য ঋত্বিক নায়েক ও সদস্য শিপন গোয়ালা
নবনির্বাচিত নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। পরবর্তীতে সংগঠনের সাবেক-বর্তমান সদস্যবৃন্দের একটি যৌথ মিছিলের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নতুন নেতৃত্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।