Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

আলোচনা সভায় বক্তারা

শেখ হাসিনা বাঙালির আশা আকাঙ্খার শেষ আশ্রয়স্থল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

শেখ হাসিনা বাঙালির আশা আকাঙ্খার শেষ আশ্রয়স্থল

ছবি: সংগৃহীত

দেশের বিশিষ্টজনেরা বলেছেন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। তিনি বাঙালির আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয় স্থল। সংকটে তিনি পরিত্রাতা। সংগ্রামে তিনি অবিচল আস্থার মূর্ত প্রতীক। গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ পথ হেঁটেছেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। , বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের গণতন্ত্র বিকাশে তাঁর কোনো বিকল্প নেই।

 বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে  ২৮ সেপ্টেম্বর  সুপ্রিম কোর্ট বার ভবনের  শামসুল হক চৌধুরী  হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব  গবেষণা কেন্দ্র  আয়োজিত  আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট  এ বি এম বায়েজীদ  এর সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর উপাচার্য  অধ্যাপক ড. হাবিবুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা  সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ,  বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব মমতাজ হোসেন চৌধুরী  ও  শিক্ষক,সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন,"" দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা''  বইয়ের সহ সম্পাদক মুহাম্মাদ রোকন উদ্দিন পাঠান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables