ছবি- সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েক ঘণ্টা পরই বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। তার আগেই প্যারিসের রেল নেটওয়ার্কে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উচ্চগতির ট্রেন ও রেল লাইনগুলোর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেল গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো
ফ্রান্সের রাষ্ট্রায়ত্ব রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ এসএনসিএফের কর্মকর্তারা জানিয়েছেন,তিনটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পরিবহনমন্ত্রী এই হামলাকে অপরাধ কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন।