Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

নিজেদের মধ্যে ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে থাইল্যান্ড ও চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৯ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

নিজেদের মধ্যে ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে থাইল্যান্ড ও চীন

ছবি- সংগৃহীত

ভ্রমণ ও পর্যটন সুবিধা বাড়াতে একে অপরের নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা মওকুফ করতে সম্মত হয়েছে থাইল্যান্ড এবং চীন। অর্থাৎ, নিজেদের মধ্যে ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে দেশ দুটি।

রোববার ব্যাংককে বৈঠকের পর এক অনুষ্ঠানে পারস্পরিক ভিসা ছাড়পত্রে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রী বাহিদ্ধা-নুকারা এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে এই চুক্তি কার্যকর হবে। 

এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, এই ভিসামুক্ত যুগ জনগণের (চীন ও থাইল্যান্ডের) মধ্যকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।থাইল্যান্ডে চীনা পর্যটকের সংখ্যা ২০১৯ সালের ১ কোটি ১০ লাখ থেকে গত বছর ৩৫ লাখে নেমে আসে। যার নেপথ্যে ছিল করোনা মহামারি। 

তবে ওয়াং ই বলেছেন, ‘থাইল্যান্ডে চীনা পর্যটকদের সংখ্যা আবারও বৃদ্ধি পাবে।’এ বিষয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসামুক্ত সুবিধা দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা বাড়াবে। মূলত করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ভ্রমণ ও পর্যটন খাতকে চাঙ্গা করতে এমন উদ্দ্যোগ নিলো দেশ দুটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer