Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১২ ১৪৩১, বুধবার ২৬ জুন ২০২৪

উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে এসএমই ফাউন্ডেশন: ইউএনডিপি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২০ জুলাই ২০২৩

আপডেট: ১৩:০৯, ২০ জুলাই ২০২৩

প্রিন্ট:

উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে এসএমই ফাউন্ডেশন: ইউএনডিপি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি ও উদ্যোক্তাদের উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি। এ লক্ষ্যে গতকাল দুপুরে ঢাকায় এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ইউএনডিপি জানায়, এ সমঝোতা স্মারকের আওতায় দুই সংস্থা যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা বাংলাদেশে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। এছাড়া উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিবিষয়ক বিভিন্ন কর্মশালা ও সেমিনারের আয়োজন করবে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer