Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ১২ জুন ২০১৯

প্রিন্ট:

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ

ছবি- সংগৃহীত

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় হাই কমিশন বুধবার রাজধানীর সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সংঘের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ও দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, “মহাত্মা গান্ধী বর্ণিত নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষা, এই দু’টি বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরিবেশ বিষয়ে গান্ধীজির উক্তি আজকের দিনে তাঁর জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। আমাদের উচিত এই পৃথিবীকে আরও সবুজ ও বাঁচার উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করা।”

Walton
Walton