Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

৩ বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুদিন : আবহাওয়া অধিদপ্তর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২০ জুন ২০২৪

প্রিন্ট:

৩ বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুদিন : আবহাওয়া অধিদপ্তর

ফাইল ছবি

এ বছর বন্যাপ্রবণ এলাকায় বৃষ্টি বেশি হচ্ছে। দেশের তিন বিভাগে বৃহস্পতিবার থেকে আগামী দুই দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আজ সকালে বলেন, যদিও ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব তেমনভাবে দেখা যাচ্ছে না; তবে আজ বিকেলের পর বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে। 

তিনি আরও জানান, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও ২ দিন। গত ২৪ ঘণ্টায় তেতুলিয়ায় ১৫৩ মিমি এবং সিলেটে ১১০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।

সিলেটে এখনো বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির এই ধারার মধ্যেও কিন্তু দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম। যদিও কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা।