Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ১৭ মার্চ ২০২৩

প্রিন্ট:

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

ছবি- সংগৃহীত

দূষিত বাতাসের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৮৭।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ২৮৩। তৃতীয় স্থানে আছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭৫। ১৫৮ স্কোর নিয়ে  চতুর্থ স্থানে আছে পাকিস্তানের করাচি। পঞ্চমে পোল্যান্ডের ক্রাকো (স্কোর ১৫৬)।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer