Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

মাসজুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ১৮ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

মাসজুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা

বাংলাদেশের ওপর বিদ্যমান মৌসুমি বায়ুর প্রভাব সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ মাসজুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ রবিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। সাগরে লঘুচাপ সৃষ্টির পর তা ঘনীভূত হয়ে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি করে।ফলে আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহ শেষে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer