Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২২ ১৪৩২, বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫

দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ৬ এপ্রিল ২০২২

প্রিন্ট:

দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

দুদক সূত্রে জানা যায়, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables