Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৫ জুলাই ২০২১

প্রিন্ট:

আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

করোনাকালে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সোমবার থেকে আবারও রাজধানীসহ সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer