Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

হত্যা ও ধর্ষণের প্রতিবাদে যশোরে মানববন্ধন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

হত্যা ও ধর্ষণের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর : ‘নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা ও ধর্ষণ বন্ধ কর’ স্লোগানে রোববার যশোরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সাভারের স্কুল ছাত্রী নীলা রায়, খাগড়াছড়ির আদিবাসী প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা প্রেস ক্লাব যশোরের সামনে রোববার সকালে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, তির্যক যশোরের সহসভাপতি আনিসুজ্জামান পিন্টু, উদীচী যশোরের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নেওয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার প্যানেল আইনজীবী অ্যাড. আবুল হোসেন, লিগ্যাল এইড সম্পাদক কামরুন নাহার কনা, আন্দোলন সম্পাদক উম্মে মাকসুদা মাসু। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান এ্যানী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables