Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

ইউনাইটেডে ৫ রোগী নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ২৮ মে ২০২০

প্রিন্ট:

ইউনাইটেডে ৫ রোগী নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী নিহতের ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার সকালে সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। সিআইডির সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি তদন্ত করতে আলামত সংগ্রহ করছি।

এদিকে, এ ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪ জনের দাফন গতকাল সম্পন্ন হয়েছে। নিহত ভারনন অ্যান্থনী পলের লাশ চট্টগ্রামে দাফন করা হবে। অগ্নিকাণ্ডের ঘটনার পর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।