Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

খুমেকে শনিবার থেকে করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ৩০ মার্চ ২০২০

প্রিন্ট:

খুমেকে শনিবার থেকে করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষা

ঢাকা : করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন সোমবার সকালে খুমেকে এসে পৌঁছেছে।এটি স্থাপনের পর শনিবার থেকেই খুলনা মেডিকেল কলেজে (খুমেক) নমুনা পরীক্ষায় ব্যবহার করা যাবে।

এ পিসিআর মেশিনটি কলেজের তৃতীয় তলায় স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ইউএনবিকে বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। মেশিনটি স্থাপনের জন্য বিকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ আসবেন। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে।

আমরা আশা করছি শনিবার পরীক্ষা শুরু করা সম্ভব হবে, বলেন তিনি।করোনাভাইরাসের পরীক্ষার কিট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোনো টেনশন নেই। বলামাত্রই চলে আসবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer