Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ জন দগ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৯ মার্চ ২০২০

প্রিন্ট:

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ জন দগ্ধ

ঢাকা: রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় টিনশেড বাড়িতে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন জাকির হোসেন (৪৫) স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে রিয়াদন (১৮)। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাষানটেকের শ্যামল পল্লী আবাসিক এলাকার একটি বাসায় আগুন লাগে।

তাদের এক আত্মীয় রিপন মিয়া জানান, রাত সাড়ে এগারোটার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে ঘরের ভিতরে থাকা তারা তিনজন দগ্ধ হয়। প্রতিবেশীদের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনজনের অবস্থা গুরুতর।

রিপন আরো জানান, আনুমানিক ৬ থেকে ৭ মাস আগেও একই জায়গায় একই ঘরে আগুনে একজন মারা গিয়েছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিনজনের সারা শরীর পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer