Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব : হেফাজতে সভাপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব : হেফাজতে সভাপতি

ছবি- সংগৃহীত

ঢাকা : রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। অন্যদিকে র‌্যাব সদস্যরা ক্লাবটি ঘিরে রেখেছে।

শুক্রবার  দুপুরে শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

শুক্রবার বিকেল থেকে র‌্যাব রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ঘিরে রেখেছে। সন্ধ্যার পর এখানে অভিযান শুরু করা হবে।

র‌্যাব সূত্র জানায়, কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলার অভিযোগ রয়েছে। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।