Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

সুগন্ধা নদী থেকে এক মৌসুমি জেলে আটক

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ১৯ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুগন্ধা নদী থেকে এক মৌসুমি জেলে আটক

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় শুক্রবার অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এসময় মা ইলিশ শিকারের অভিযোগে ব্রিকফিল্ডের শ্রমিক এক মৌসুমি জেলেকে আটক করা হয়।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান রুবেল জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে অভিযান চালানো সময় আনিসুর রহমান নামে এক মৌসুমি জেলেকে আটক করা হয়। এ সময় জাল ফেলে পালিয়ে যায় কয়েকজন জেলে।

নদী থেকে ২০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। দুপরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ আটক জেলেকে ৫০০০ টাকা জরিমানা করেন। জালগুলো নদী তীরে নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer