Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

খালেদার রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

খালেদার রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত : দুদক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নেবে যে আপিল বাতিল চেয়ে দুদকের পক্ষ থেকে তারা কি ধরনের ব্যবস্থা নেবে।
 
বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে কমিশন চেয়ারম্যান শহীদ দিবস ও  আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। ‘সন্ধানী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল ইউনিট’ এর পরিচালনায় এই রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।
 
দুদক চেয়ারম্যান বলেন, কমিশন সব মামলাতেই যথাযথ মান অনুসরণ করে পরিচালনা করা হয়। এটি কমিশনের দীর্ঘ দিনের চলমান প্রথা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer