
মাগুরা : মাগুরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামালের বাড়ি জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আফসার ফকির। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, ডাকাতদলের সর্দার কামালের তাঁর নামে হত্যা, ডাকাতি ও ধর্ষণসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি চাপাতি, একটি রামদা, একটি করাত ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
বহুমাত্রিক.কম