
ছবি- সংগৃহীত
দৈনিক আমাদের সময় ময়মনসিংহ প্রতিনিধি, সময় টিভি ও প্রথম আলো'র সাবেক প্রতিনিধি সাংবাদিক জগলুল পাশা রুশো'র পিতা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাবেক উপ-পরিচালক (অর্থ) মো. আবু লায়েছ (৬২) ২০ জুন রাত সোয়া ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কণ্যা নাতী- নাতনি, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর কাঠগোলা বাজার বড় মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুম আবু লায়েছ এর লাশ দাফন করা হয়। জানাজায় ইত্তেফাকুল উলামা বৃহত্তম মোমেনশাহীর সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীগণ অংশ গ্রহণ করেন।
বিনা'র সাবেক ডিডি বিশিষ্ট ব্যক্তিত্ব আবু লায়েছ এর মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক - সমবেদনাসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন।