Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৯ ১৪৩২, রোববার ০৪ জানুয়ারি ২০২৬

কমলাপুর রেলস্টেশনে কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১৯ মার্চ ২০২৫

প্রিন্ট:

কমলাপুর রেলস্টেশনে কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ছবি- সংগৃহীত

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন

তিনি বলেন, একটি কনটেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউনলাইনে পেছন থেকে দুটি ক্যারেজ পড়ে যায়। এটি ১১টা ৩৫ মিনিটের দিকে ঘটে। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় বুধবার ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।

Walton
Walton