
ছবি- সংগৃহীত
পুরান ঢাকার কোতোয়ালি থানার তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে অন্ততঃ ৫জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আটক হয়েছেন। আটক ব্যক্তিরা হলেন- আকাশ, মো. হৃদয় ও মো. জীবন, তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহতরা হলেন দীপ্ত দে, ঝন্টু ধর, খোকন ধর, সাগর ঘোষ ও রমিজ উদ্দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ছিনতাইকারীরা এক নারীর গলা থেকে চেইন টান মেরে দৌড় দেয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটকের চেষ্টা করেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা একটি বোতল ছুড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষতি হয়নি।
কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান জানান, আটক তিন ছিনতাইকারীর কাছ থেকে স্বর্ণের চেইন ও চাকু পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বোতলে কী ছিল– জানতে চাইলে ওসি বলেন, বোতলে তরলজাতীয় কিছু আছে। যেহেতু সেটি বিস্ফোরিত হয়নি, সেক্ষেত্রে সেটা ভয়ভীতি দেখানোর জন্যও ছুড়তে পারে ছিনতাইকারীরা।