Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩১, শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫

ডেমরায় বাসের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ডেমরায় বাসের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

ছবি- সংগৃহীত

রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৯টা ৪৮ মিনিটেদের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনারুল ইসলাম রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্যারেজে থাকা ১৪টি বাসে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আজ রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ। তখন তিনি জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer