Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

পুলিশ সদর দফতরের পেছনে গাড়িতে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৩ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

পুলিশ সদর দফতরের পেছনে গাড়িতে আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীতে পুলিশ সদর দফতরের পেছনে একটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার দুপুর ২টা ৫২ মিনিটে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিকের একটি বাসে আগুন দেয়া হয়।

সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, অবরোধ শুরুর আগের রাতেই রাজধানীজুড়ে শুরু হয় অগ্নি সন্ত্রাস। রাজধানীর সায়েদাবাদ, গাবতলীও  আগারগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদে আসমানী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। চালক জানান, বোরকা পরে যাত্রীবেশে বাসে উঠেছিল একজন। বাসটি সায়েদাবাদে পৌঁছালে আগুন দিয়ে নেমে যায় সেই ব্যক্তি। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এর কিছুক্ষণ পরই আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। পুড়ে যায় পুরো বাসটি।
 
এদিকে, রাত ১১টার পর গাবতলীতে পদ্মা প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer