Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে ইউক্রেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার সরাসরি ঘোষণা দিয়েছেন ইউক্রেন সামরিক জোট ন্যাটোতে ‘দ্রুতগতির প্রক্রিয়ায়’ যোগ দেওয়ার আবেদন করছে।

তিনি জানান, ইউক্রেনের প্রধানমন্ত্রী, স্পিকার ও তার স্বাক্ষরের মাধ্যমে আবেদনটি করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার পরপরই ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা দেন জেলেনস্কি।

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে কথিত সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দিতে পারে সেটি ঠেকানো ছিল তাদের অন্যতম লক্ষ্য।

ইউক্রেনের প্রেসিডেন্ট বারবার জানান, তারা ন্যাটোতে যোগ দেবেন না। কিন্তু শুক্রবার রাশিয়া জোর করে চারটি অঞ্চল অধিগ্রহণ করলে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনের কথা জানাল তারা।

এদিকে সামরিক জোট ন্যাটোতে ৩০টি দেশ আছে। যদি ইউক্রেন এ জোটের সদস্য হতে চায় তাহলে ৩০টি দেশের সবগুলো দেশেরই অনুমোদন লাগবে।

ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তারা ‘দ্রুতগতির প্রক্রিয়ার অধীনে’ আবেদন করেছেন। এখন এই প্রক্রিয়া কতদিন লাগবে বা আদৌ সবগুলো দেশ ইউক্রেনকে জোটের সদস্য করে নিতে সম্মতি দেবে কিনা সেটি দেখার বিষয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer