Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২০ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

আইজিসিসি’র আয়োজন

রাগ মাল্হারে বৃষ্টিকে আমন্ত্রণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ জুলাই ২০২১

আপডেট: ১৭:৪১, ৩০ জুলাই ২০২১

প্রিন্ট:

রাগ মাল্হারে বৃষ্টিকে আমন্ত্রণ

‘বৃষ্টিকে আমন্ত্রণে’ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাল্হার সন্ধ্যা। শাস্ত্রীয় সংগীতের এই আয়োজনে বাংলাদেশে ও ভারতের খ্যাতিমান শিল্পীগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে রবীন্দ্রসংগীত শিল্পী এবং আই সি সি আর অ্যালামনাই রেজওয়ানা চৌধুরী বন্যা  পরিবেশন করেন রবীন্দ্র মাল্হার। যা মিশ্র  মাল্হার রাগের ওপর মৌলিক রাগ মিয়াঁন কি মাল্হারে অন্তর্ভুক্ত। রাগ মেঘ মাল্হারের উপর একটি অপূর্ব উপস্থাপনা করেছেন বাংলাদেশ থেকে প্রখ্যাত শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী। 

ভারত থেকে বিশিষ্ট বংশীবাদক কিরণ কুমার শর্মা বাঁশির সুরে রাগ মিয়াঁন কি মাল্হারের একটি সুন্দর রচনা পরিবেশন করেছেন। বিশিষ্ট সরোদ বাদক রাজরূপা চৌধুরী তার সরোদে রাগ মিয়াঁন কি মাল্হার উপস্থাপন করার পরবর্তীতে মীরাবাই কি মাল্হারের উপর একটি সুন্দর ছোট রচনা উপস্থাপন  করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer