Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

গ্রামের কবরস্থানই আল মাহমুদের শেষ ঠিকানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৬:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

গ্রামের কবরস্থানই আল মাহমুদের শেষ ঠিকানা

ছবি- সংগৃহীত

ঢাকা : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের কবরস্থানে দাফন করা হবে।বিষয়টি নিশ্চিত করে কবির বড় ছেলে শরিফ আহমেদ বলেন, রোববার বাদ যোহর তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর ফটকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।এর আগে শনিবার দুপুর ১২টার দিকে কবির মরদেহ নেয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান।শ্রদ্ধা জানানো শেষে প্রেস ক্লাবে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় কবির আরেক ছেলে মীর মোহাম্মদ মনির বলেন, বার্ধক্যজনিত কারণে বাবাকে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।তিনি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে না ফেরার দেশে চলে যান। উনার ইচ্ছা ছিল শুক্রবারে মৃত্যুবরণ করবেন। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন।

তিনি বলেন, ‘বাবা নিজের অজান্তেও কোনো ভুল করে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer