Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১০ ১৪৩১, শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫

কবি আসাদ চৌধুরীর প্রয়াণ

প্রকাশিত: ১৪:৫৭, ৫ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

কবি আসাদ চৌধুরীর প্রয়াণ

ফাইল ছবি

কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডার টরন্টোর একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।কবি আসাদ চৌধুরীর ছোট ছেলে জারিফ চৌধুরী এ খবর বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জারিফ চৌধুরী বলেন, ‘টরন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে আব্বার মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত তিনটায় তিনি মারা যান।’কবি আসাদ চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে। তাঁরা সবাই এখন টরন্টোয় আছেন বলে জানান জারিফ চৌধুরী।

১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে পান একুশে পদক।আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer