Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১২ মে ২০২৩

প্রিন্ট:

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার সকালে কলকাতায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

কল্যাণী কাজীর অসামান্য গায়কি থেকে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে।কল্যাণী কাজী পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কল্যাণী কাজীর প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয় ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer