Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

একাত্তরে বাংলাদেশে জেনোসাইডের স্বীকৃতি দিল আইএজিএস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ২৫ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

একাত্তরে বাংলাদেশে জেনোসাইডের স্বীকৃতি দিল আইএজিএস

ফাইল ছবি

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস)। সোমবার আইএজিএস ‘১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধ ঘোষণা করার প্রস্তাব’ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, আইএজিএসে গৃহীত প্রস্তাব ১৯৭১ সালে বাংলাদেশে জেনোসাইডের সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে গণহত্যাবিষয়ক প্রস্তাব গৃহীত হওয়া বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ সরকার আগামী দিনগুলোতে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার আরো বেশি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer