Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার নির্দেশনা চেয়ে রিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২০ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করার নির্দেশনা চেয়ে রিট

ঢাকা: পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। রিটে পদ্মা সেতুর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করতে সরকারের প্রতি নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুজ্জামান এ রিট দায়ের করেন। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) কামরুজ্জামান জানান, দুর্নীতির অভিযোগ তুলে বিদেশিরা যখন সরে গেল তখন পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত হয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। এর জন্য তো তিনি ক্রেডিট পেতে পারেন। তাই তার নামে নামকরণ চেয়ে আবেদন করেছি।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables