Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩২, বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

খালেদার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একে এম জহিরুল হকের সম্বনয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন।

দুপুর দুইটায় এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে গত মঙ্গলবার তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা।

উল্লেখ করে, গত বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন বেগম জিয়া। চ্যারিটেবল দুর্নীতি মামলায় এর আগেও তিনবার জামিন চেয়ে আবেদন করেন বেগম জিয়া, তিনবারই তা খারিজ হয়। এবারও জামিন ঠেকাতে আইনগতভাবে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী।

Walton
Walton