Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

সংবিধান সংস্কারের সুপারিশ ৩১ ডিসেম্বরের মধ্যেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সংবিধান সংস্কারের সুপারিশ ৩১ ডিসেম্বরের মধ্যেই

-আলী রিয়াজ

৩১ ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংস্কারের সুপারিশ তুলে ধরবে কমিশন। তবে, কোন পদ্ধতি কাজ করা হবে সে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। রোববার (০৩ নভেম্বর) বিকেলে সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংযোজন-বিয়োজন, পুর্নলিখন সব রকম ব্যবস্থা সামনে রেখেই আলোচনা হবে। তবে রাজনৈতিক দলের সাথে সরাসরি আলোচনায় বসবে না কমিশন। তবে রাজনৈতিক দলগুলোর সুপারিশ নেবে সংস্কারে।

এ সময় সংগঠন, বিশিষ্টজন, সাধারণ নাগরিকরা লিখিত প্রস্তাব দিতে পারবে। ফ্যাসিবাদের উত্থান রোধ, নির্বাহী বিভাগ-আইনসভা-বিচার বিভাগ পৃথককরণ ও ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জন আকাঙ্খাসহ ৭টি উদ্দেশ্যে উল্লেখ করেন কমিশন প্রধান।
 
এর আগে ২ নভেম্বর  বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।

কামাল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  
প্রফেসর সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ প্রতিনিধি দলে ছিলেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer