Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৮, ২৫ মে ২০২৪

প্রিন্ট:

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী

ফাইল ছবি

ইউরিনাল ইনফেকশনের (প্রস্রাব সংক্রান্ত প্রদাহ) কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শুক্রবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হক দ্বিতীয়বারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables