Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

রাশিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১৭ এপ্রিল ২০২১

প্রিন্ট:

রাশিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত আটক

রাশিয়ায় নিযুক্ত ইউক্রেনের এক রাষ্ট্রদূতকে আটক করেছে মস্কো। দেশটির নিরাপত্তা সংস্থার ডাটাবেজ থেকে ‘শ্রেণিবদ্ধ তথ্য’ পাচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে ওই রাষ্ট্রদূতকে আটক করা হয়েছে। খবর এপি’র 

রাশিয়ার ফেডারাল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি শনিবার জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার সোসনিয়ুককে শুক্রবার হেফাজতে নেওয়া হয়েছে। এক রাশিয়ান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার সময় তাকে আটক করা হয়। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ডেটাবেস এবং এফএসবির ‘শ্রেণিবদ্ধ প্রকৃতির তথ্য’ পেয়েছিলেন।

এই ছাড়া আর কোনো তথ্য দেওয়া হয়নি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আটকের ঘটনা দু’দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়াবে।