Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

খুব শিগগিরিই ভারত থেকে টিকা বাংলাদেশে আসবে : বিক্রম দোরাইস্বামী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ১৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

খুব শিগগিরিই ভারত থেকে টিকা বাংলাদেশে আসবে : বিক্রম দোরাইস্বামী

ভারতের পর বাংলাদেশই প্রথম করোনাভাইরাস টিকা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, খুব শিগগিরিই ভারত থেকে কভিড-১৯ টিকা বাংলাদেশে আসবে। টিকা আসার পর সরকারের কাছে হস্তান্তর করা হবে। এরপর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বাংলাদেশকে কভিড-১৯ টিকা সরবরাহে ভারতের দিক থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে কভিড-১৯ টিকা আসাটা দুই দেশের জন্যই লাভজনক।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables