Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভারতে চীনা অ্যাপ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ বেইজিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ৩০ জুন ২০২০

প্রিন্ট:

ভারতে চীনা অ্যাপ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ বেইজিং

ভারত সরকারের চীনা অ্যাপ বর্জনের নীতিতে ক্ষুব্ধ হয়েছে বেইজিং । টিকটক-সহ ৫৯টি চীনা অ্যাপ বর্জনের পর পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানান, এ বিষয়ে চীন বেশ চিন্তিত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলোর অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সন্ধ্যায় টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ভারত সরকারি নির্দেশিকা মেনে গুগল ও অ্যাপেল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নেয় এই অ্যাপগুলো। তবে, এখনও ভারতে কিছু কিছু ব্যবহারকারীর স্মার্টফোনে চালু রয়েছে বিভিন্ন চীনা অ্যাপ। সময়ের সঙ্গে ধীরে ধীরে এগুলোও বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables