Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে ফ্রান্স গেলেন তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে ফ্রান্স গেলেন তথ্যমন্ত্রী

ঢাকা : ফ্রান্সের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

জ্যাক শিরাকের শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিনি আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল সোমবার সকালে এই শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দের সাথে ড. হাছান অংশ নেবেন।

বৃহস্পতিবার  সকালে মৃত্যুকালে জ্যাক শিরাকের বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত থাকাকালে তার আমলেই ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রাব্যবস্থায় যোগ দেয়।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ৭ বছরের জন্য নির্বাচিত হতেন। তিনি ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছরে নামিয়ে আনেন। সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের বিরোধিতা করে দীর্ঘদিন গণমাধ্যমের শিরোনাম ছিলেন।বুধবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables