Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

স্বাধীনতা দিবসে পাকিস্তানকে নরেন্দ্র মোদির কঠোর বার্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৫ আগস্ট ২০২৫

প্রিন্ট:

স্বাধীনতা দিবসে পাকিস্তানকে নরেন্দ্র মোদির কঠোর বার্তা

ফাইল ছবি

সিন্ধু পানিচুক্তি স্থগিত করার নয়াদিল্লির সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রতিবেশী দেশ পাকিস্তানের পারমাণবিক হুমকির পর ইসলাবাদকে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে দেয়া ভাষণে মোদি বলেছেন, ‘ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।’ দেশটি পানিচুক্তিতে সম্মত নয় বলেও এদিন ঘোষণা দেন তিনি। 

সিন্ধু নদী ব্যবস্থার পানি বণ্টনে একটি প্রক্রিয়া নির্ধারণের জন্য ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর এই চুক্তি স্থগিতের কথা জানায় ভারত। 

তারই ধারাবাহিকতায় মোদি শুক্রবার বলেন, ‘পানি এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।’ ভারতের ‘অধিকারভুক্ত পানি’ পাকিস্তানের সাথে ভাগাভাগি করারও বিরোধিতা করেন তিনি। 

মোদি আরও বলেন, সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের নদীগুলো শত্রু দেশকে সেচ দিচ্ছিল, যখন আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত ছিল। এখন, ভারতের পানির ভাগের ওপর অধিকার কেবল ভারত এবং তার কৃষকদের। কৃষকদের স্বার্থ এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। 

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘মিসাইল হামলার’ হুমকিরও প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 
 
তিনি পাকিস্তানের প্রতি একটি সতর্কবার্তা দিয়ে বলেন, ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রু (পাকিস্তান) যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হবে না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables