Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন।

বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল ও রেস্তোরাঁয় আতিথ্য দেওয়া হবে।

এর আগে সোমবার বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের রাজ্যের হোটেল মালিক সমিতি। ফ্রন্ট ডেস্কে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টানানোর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এতদিন ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশিরা ছিলেন প্রধান ভোক্তা। তবে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণ হিসেবে সংগঠনটি বলেছে, জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, ‘আমরা মেডিক্যাল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাব এবং তাদের আবাসন ও সেবা নিশ্চিত করব।

এদিকে, কলকাতার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। সংগঠনটি উল্লেখ করেছে, চিকিৎসা পেশায় জাত, ধর্ম বা দেশ কোনো বিষয় নয়, রোগী সবার আগে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজেই ত্রিপুরা ও কলকাতায় গিয়ে চিকিৎসাসেবা ও হোটেল সুবিধা গ্রহণ করতে পারবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables