Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৭ ১৪৩২, সোমবার ২১ এপ্রিল ২০২৫

নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মোহাম্মাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১০ জুন ২০২৪

প্রিন্ট:

নেদারল্যান্ডসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মোহাম্মাদ

ফাইল ছবি

পেশাদার কূটনীতিক এবং কেনিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মাদকে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা তারেক মোহাম্মাদ ১৯৯৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি মাদ্রিদ, দিল্লি, কাঠমান্ডু এবং ইয়াঙ্গুনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি লস এঞ্জেলসে কনসাল জেনারেল হিসাবে কাজ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও পরিবেশ বিজ্ঞান থেকে স্নাতক ডিগ্রিধারী তারেক মোহাম্মাদ শেভেনিং স্কলার হিসাবে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer