Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এলেন আরো ১৭ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১৭ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এলেন আরো ১৭ জন

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার জান্তা সরকারের অনুগত বিভিন্ন বাহিনীর আরো ১৭ জন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বুধবার দুপুর ১২টার পর তারা আসারতলীর কাছে ৪৫ নম্বর আন্তর্জাতিক পিলার হয়ে সীমান্ত অতিক্রম করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আশ্রয় প্রার্থনা করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র বলছে, অনুপ্রবেশকারীদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনী এবং ওই দেশের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) জওয়ানরা রয়েছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত পেরিয়ে আরো ৪৬ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। মঙ্গলবার সকাল ও দুপুরে আশ্রয় নেন ১৫ জন। 

স্থানীয় সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে মিয়ানমার জান্তা সরকারের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান যুদ্ধে টিকতে না পেরে এসব সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।

বুধবার সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, গত কয়েক দিনে মিয়ানমার থেকে পালিয়ে ২৬০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer