Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

তমব্রু সীমান্তে ফের গুলির শব্দ : আতঙ্কে ঘুমধুমবাসী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

তমব্রু সীমান্তে ফের গুলির শব্দ : আতঙ্কে ঘুমধুমবাসী

ফাইল ছবি

তমব্রু সীমান্তে ফাঁকা গুলির শব্দ শোনা যাচ্ছে। আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে কক্সবাজার ৩৪ বিজিবি অধীন তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

স্থানীয়রা জানান, গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

সূত্র জানিয়েছে, ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা ভয়ে বাইরে কম বের হচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না।

গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার সকালে তমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মির ছোড়া ৪ রাউন্ড মাঝারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer