Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২২ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ৭ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৪:০৯, ৭ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

বাংলাদেশ প্রসঙ্গে এবার কড়া বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি। বলেছেন, জনআকাঙ্খা পূরণে যা যা দরকার তা করবে যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার বিরুদ্ধে তুলেছেন মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস সেন্টারে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে বাংলাদশে প্রসঙ্গে একাধিক প্রশ্নের জবাবে কিরবি এসব বলেন।

তিনি বলেন,  বাংলাদেশের রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হস্তক্ষেপের অভিযোগটি ডাহা মিথ্যা। এ নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে রাশিয়া।

স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশ নিয়ে আগের অবস্থানেই অনড় আছে মার্কিন প্রশাসন। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে নির্দিষ্ট কোনো দলের পক্ষে অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র। আশ্বস্ত করেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণে যা করা দরকার তা করে যাবে মার্কিন প্রশাসন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer