Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১১ ১৪৩২, মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫

ইউক্রেনীয়দের রাশিয়া প্রবেশের অনুমতি দিলেন পুতিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ইউক্রেনীয়দের রাশিয়া প্রবেশের অনুমতি দিলেন পুতিন

ছবি- সংগৃহীত

ইউক্রেনীয়দের রাশিয়া প্রবেশের অনুমোতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন পুতিন। খবর তাসের।

রাশিয়ার সরকারি পোর্টালে প্রকাশিত ওই ডিক্রিতে উল্লেখ করা হয়, ইউক্রেনের নাগরিকরা কোনো ধরনের ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত দিয়ে বিনা বাধায় রাশিয়ায় প্রবেশ করতে পারবে।যে সব ইউক্রেনীয়দের পার্সপোর্টের বা আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও বিনা বাধায় রাশিয়ায় প্রবেশ করতে পারবে বলে ডিক্রিতে উল্লেখ করা হয়েছে।

শিশুদের ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন, অখবা পাসপোর্ট এবং বৈধ অভিভাবকের মতামত প্রয়োজন হবে।১৯৯৭ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের জনগণ ভিসা ছাড়াই দেশদুটিতে ভ্রমণ করতে পারতেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দেশ দুটির মধ্যে এ ভিসামুক্ত যাতায়াত বন্ধ করা হয়।

পুতিনের নির্বাহী আদেশে শুক্রবার থেকে ইউক্রেনীয়দের আবারও ভিসা ছাড়া রাশিয়া প্রবেশের সুবিধা দেয়া হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables