Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইউরোপের বাজারে পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ৩০ মার্চ ২০২৩

প্রিন্ট:

ইউরোপের বাজারে পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি বেড়েছে ৩৫.৬৯ শতাংশ।

বুধবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারা বিশ্ব থেকে ইইউর আমদানি বেড়েছে ২০.৯৭ শতাংশ। এর মধ্যে মোট তৈরি পোশাক খাতে (আরএমজি) আমদানি ২২.২০ শতাংশ নিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০২২ সালে সংগঠনটি বাংলাদেশ থেকে ২২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে।

অন্যদিকে, শীর্ষ দেশ চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বছরে ১৭.০১ শতাংশ বেড়েছে। ২০২২ সালে চীন থেকে ইইউর আমদানি ৩০.১৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
 
অন্যদিকে, তৃতীয় বৃহত্তম পোশাক আমদানির উৎস তুরস্ক থেকে ইইউর আমদানি বছরে ১০.০৯ শতাংশ বেড়ে ১১.৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে ভারত ও ভিয়েতনাম থেকে ইইউর আমদানি যথাক্রমে ২১.০২ এবং ৩৫ শতাংশ বেড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer