
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মানবাধিকর সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, ‘দুর্নীতি এখনো বাংলাদেশের বড় সমস্যা। বিদেশী বিনিয়োগ সৃষ্টি করতে প্রয়োজন দুর্নীতি কমানো।’মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
পিটার হাস বলেন, ‘বাংলাদেশে এখনো দুর্নীতি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের গতকাল প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও আমরা এ তথ্য জানিয়েছি। এ সংকটটি সমাধানে বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় তা নিয়ে নীতি নির্ধারকদের কাজ করা দরকার। প্রয়োজনে দেশের গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও সহযোগিতা নেয়ার পরামর্শ দেন মার্কিন রাষ্ট্রদূত।
পিটার হাস বলেন, বাংলাদেশ যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম তাহলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আকৃষ্ট হবে।