Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

দেশে দ্রুতই হবে আরও ৪ মেডিকেল বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ২১ নভেম্বর ২০২০

প্রিন্ট:

দেশে দ্রুতই হবে আরও ৪ মেডিকেল বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যমন্ত্রী

দেশে খুব দ্রুতই আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের ২৫০ শয্যা হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে ১০টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন শেষে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার কোটি টাকা ব্যয় হবে। এতে কর্নেল মালেক মেডিকেল কলেজ, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকসহ জেলা প্রশাসক ও চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।