Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ১৮ মার্চ ২০২৩

প্রিন্ট:

মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

ফাইল ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘যেহেতু তারা মামলার আসামি, সেহেতু যেকোনও সময় গ্রেফতার হতে পারেন মাহি ও তার স্বামী।’

ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান তিনি।এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer